15:61 15:64 আয়াতের গ্রুপের জন্য একটি তাফসির পড়ছেন
فلما جاء ال لوط المرسلون ٦١ قال انكم قوم منكرون ٦٢ قالوا بل جيناك بما كانوا فيه يمترون ٦٣ واتيناك بالحق وانا لصادقون ٦٤
فَلَمَّا جَآءَ ءَالَ لُوطٍ ٱلْمُرْسَلُونَ ٦١ قَالَ إِنَّكُمْ قَوْمٌۭ مُّنكَرُونَ ٦٢ قَالُوا۟ بَلْ جِئْنَـٰكَ بِمَا كَانُوا۟ فِيهِ يَمْتَرُونَ ٦٣ وَأَتَيْنَـٰكَ بِٱلْحَقِّ وَإِنَّا لَصَـٰدِقُونَ ٦٤
فَلَمَّا
جَآءَ
اٰلَ
لُوْطِ
لْمُرْسَلُوْنَ
۟ۙ
قَالَ
اِنَّكُمْ
قَوْمٌ
مُّنْكَرُوْنَ
۟
قَالُوْا
بَلْ
جِئْنٰكَ
بِمَا
كَانُوْا
فِیْهِ
یَمْتَرُوْنَ
۟
وَاَتَیْنٰكَ
بِالْحَقِّ
وَاِنَّا
لَصٰدِقُوْنَ
۟

৬১-৬৪ নং আয়াতের তাফসীর আল্লাহ তাআলা হযরত লূত (আঃ) সম্পর্কে সংবাদ দিচ্ছেন যে, যখন ফেরেশতাগণ তার কাছে তরুণ সুদর্শন যুবকের রূপ ধরে অগিমন করেন তখন। তিনি তাদেরকে বলেনঃ “আপনারা তো সম্পূর্ণ অপরিচিত লোক।” তখন ফেরেশতাগণ গুপ্ত রহস্য প্রকাশ করে দিয়ে বলেনঃ “যা আপনার কওম অস্বীকার করছিল এবং যার আগমন সম্পর্কে তারা সন্ধিগ্ধ ছিল, আমরা সেই সত্য বিষয় ও অকাট্য হুকুম নিয়ে আগমন করেছি। আর ফেরেশতারা সত্য বিষয় সহই আগমন করে থাকে এবং আমরাও সত্যবাদী। যে খবর আমরা আপনাকে দিচ্ছি তা অবশ্যই সংঘটিত হবে। আপনি (সপরিবারে) রক্ষা পেয়ে যাবেন, আর আপনার এই কাফির কওম ধ্বংস হয়ে যাবে।”